এ যে সামান্য! রক্ত, শ্রমিকের রক্ত
তবে সব মালিকের রক্তের মতো একই রঙের


এমন রক্ত ঝরে বলেই তো
পৃথিবীর বড় বড় ইমারত গড়ে উঠেছে
                          সমুদ্রে যে জাহাজ ভাসছে,
আকাশে বিমান উড়ছে, পথে যত যান চলছে
মাটিতে ফসল ফলছে, বড় বড় শহরে
কলকারখানা গড়ে উঠছে- কোন কিছুই
বাদ পড়ে না; এমন রক্ত লেগে আছে
                   সব খানে- পৃথিবীর দশ কোণে।


এমন রক্ত ঝরে বলেই তোমাদের  অর্থের
দাম বাড়ে, বিলাসিতা হয় আকাশকুসুম,
অহমিকায় যেন পা পড়ে না মাটির উপর।


শুধু এমন রক্তের মূল্যায়ন হয় না কখনো।


জানো? এমন রক্ত ঝরা বন্ধ হয়ে গেলে!
পৃথিবী শুধু ঘুরবে মহাবিশ্বের হিসেব নিকেশে
                   আর বাকী সব হয়ে যাবে অচল-
তোমাদের অহংকার, লাঞ্চনাকে দূরে ঠেলে
এমন রক্ত'ই ঝরুক পৃথিবীর রূপ বদলে দিতে।
________________________
১৬/০৯ /২০১৮🖋️    ❝🕝🎤🕒❞
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।


(দূর দ্যাশে বসে- ৪)