শিরশির করে বইছে বাতাস
                       কাঁপছে শীতে হাড়,
লেপের তলে শুয়ে থেকেও
                 পথ খুঁজছি পালাবার।।


মোবাইল ফোনের আলো জ্বলে
                           স্ক্রিনে দেখছি বারবার,
ওরে তাপমাত্রা শুধু নিচের দিকে!
                      উপায় নেই আর বাঁঁচবার।


এমন শীতেও কিছু মানুষ
                       করছে কাজ পথে ঘাটে,
শীতের কাপড় কোনো মতে–
                    হয় না কাবু শীতের চোটে।


বুড়ো-বুড়ির কাহিল দশা
                       শিশুরাও সব কাবু,
সবার মনে একই প্রশ্ন–
                       শীত; তুই কবে যাবু?
_______________
১৯/১২/২০২০🖋️