যহন মাথা ব্যথা উডে...
মনে হয় মগজে কেউ হাতুড়ি দিয়া পিডায়,
ইচ্ছা করে; মাথাডা কাইটা হাতে লই।


আমি মরণডে ডাক দেই,
হেয় শুনেনা আমার ডাক, আর্তনাদ,
কোন্ দিন জানি বাড়িত আইসা দ্যাখবা
ধরডা পইরা আছে; দমডা নাই...।


এই যে বাঁইচা আছি! বিশ্বাস করো-
বাঁইচা থাকবার কোনো ইচ্ছা নাই,
শুধু ছেলে-মেয়ের কথা ভাইবা
জোর কইরা শ্বাস নেই আর ছাড়ি...।


আমার আর কোথাও যাইবার জায়গা নাই;
থাকলে কবেই উড়াল দিতাম-
বিশ্বাস করো; তুমি সাতসকালে
কামে যাওনের পর- ফিইরা না আসা অবধি
আমি একলা, ভীষণ একলা.....।


এইভাবে কি মানুষ বাঁইচা থাকতে চায়?
-হেই প্রশ্ন কার কাছে রাখি?
জানি তুমিও নিরুপায়, কিছু ক-র-বার নাই,
তবুও মনডারে বুঝাইতে পারি না...।
------------------------
২০/১০/২০২০✍️ উৎসর্গঃ মোহনা