কথায় আছে, 'যে যেমন,
অপরকে নিয়ে তার ভাবনাও তেমন,
এই তো মানুষের স্বভাব–ধরণ।'


কুলষিত মন যাদের;
                    বলছি তাদের–
ভালোকে আর কত ভাববে মন্দ,
চোরকে সাধু; সাধুকে বলবে চোর?
মন্দকে ভাববে কতো আর ভালো,
মিথ্যা স্থাপনে খাটাবে কত জোর?


নিজের দোষ চাপায় অন্যের কাধে–
হেরেও হারতে চাওনা কখনো,
অন্যের উন্নতি তোমার চোখের শূল!
চেষ্টা শুধু অন্যকে থামানো।


মনের ভেতর শুধু প্রতিহিংসার আগুন
জ্বালাতে চাও সব কিছু– আশপাশ,
বয়স হলো যে অনেক; আর কত?
মানুষের প্রতি এবার আনো বিশ্বাস–
ওরে ভালো হয়ে যাও
             এখনো আছে ঢের সময়।


একবার পাল্টে দেখো স্বভাব–
হয়ে দেখো এক কোমল মানব,
হৃদয়ে বাঁচবে না অবিশ্বাসের দানব।।
---------------------------
২৭/১১/২০২০🖋️