হাজার বছরের তৃষ্ণা নিবারণের গল্প
কয়েক ন্যানো সেকেন্ডে রচনা হতে পারে;
প্রতিদিন, প্রত্যেকটা মুহূর্ত সুখের হতে হবে
এমন কোনো কথা থাকতে নেই-
নীড়ের খড়কুটোতে ফিরে পাখিরা যেমন
ভুলে যায় সারাদিনের কষ্ট-দুঃখ, ব্যথা,
শকুনের তৃষ্ণার্ত চোখ, ক্ষুধার্ত পেট
একটা মৃত প্রাণ পেলেই যেমন হয় সন্তুষ্ট-
মানুষেরও উচিৎ অল্পতেই তুষ্ট হওয়া।


কোনো এক মুহূর্তের সুখ যদি
হাজার বছরের ক্ষত ভুলিয়ে দেয় সহজে;
সেই সুখের প্রতীক্ষায় এক জীবন নয়-
অনায়াসে শত জীবনের আয়ু  
ফুরিয়ে দিতে রাজি এবং অপেক্ষার প্রহর
শেষ হবার আগে অন্ধকারে হারিয়ে গেলেও
একদন্ড সেই সুখের আশায় দৃষ্টির দুয়ার
রাখবো খুলে এই পৃথিবীর উপর...।
--------------------------------------------
২০/১০/২০২০ 🖋️    
উৎসর্গঃ সাফিন বাবাই....