সখী,
খোঁপার কাটা খুলে গেলো না-কি?
আউলা চুলে
কেমন করে হবো সখার মুখোমুখি?


সখী; বহুদিন ধরে
কালা সখার সাথে হয় না আমার দেখা,
আজ সুযোগ এলে
সাজতে গিয়ে বাঁধতেও পারি নি খোঁপা।


বলতো সখী–
সখার কথা পড়লে মনে কেন এমন হয়?
সাজতে গিয়ে
হাত থেকে আমার সব যে কিছু পড়ে যায়!


কাকে বলি আমি
তার কথা সারাদিন ভাবি; কিছু ভালো লাগেনা,
মনের ঘরে শুধু
তার আনাগোনা, রাত ফুরায় তবু ঘুম আসেনা।


বিশ্বাস কর সখী
জানতাম যদি আগে প্রেমে থাকে এত জ্বালা
সত্যি বলছি আমি
কভু পড়তাম না গলায় প্রেম-ফুলের মালা।।


এখন আমি
কি যে করি! পারি না যে কাউকে কিছু বলতে
সখা ছাড়া
ভাল্লাগেনা কিছু, পারি না যে ঘরেও থাকতে।।


জলদি কর গো সখী,
পুকুর ঘাটে বসে আছে আমার কালা সখা,
কি যে খুশি লাগছে!
বহুদিন পর সখার সাথে হবে আমার দেখা।।
__________________________
০৯/০৩/২০২১🖋️