উজিলে– মরিতে হয়,
করিলে ঋণ– শোধিতে হয়।


কারো মনে কষ্ট দিলে
সময়ে গোপনে নিরবে
                                কাঁদিতে হয়,
যা অন্যে দেখিলে
পাথর মন আরো বেশি
                                  ব্যথিত হয়।


দম্ভ করিয়া চলিতে গিয়া
জনম ভর শুধু নিজেরই
                               করিয়াছো ক্ষতি–
বুঝিবে সেদিন আঁখি জলে,
জ্বলিবে না যেদিন তব ঘরে
                          আলোক দিবার বাতি।


সময় থাকিতে মন হও হুশিয়ার,
ভাবিয়া দেখো; কি ক্ষতি করিয়াছো কার!
_______________
২০/১২/২০২০🖋️
নোটঃ উজিলে= জন্মিলে