কবে যেন এমন ছিলাম!
      নিজেরই অজান্তে লুকিয়ে ছিলাম;
      কারো বইয়ের মধ্যিখানে,
      খাতা কিংবা ডায়েরির ভাজে,
      ভ্যানিটি ব্যাগের গোপন পকেটে–
                  গোলাপ পাতার মতো।


      কবে যেন এমন ছিলাম!
      কেউ ভাবতো সুবোধ বালক,
      কেউ কেউ একটু খানি
      চিমটি কেটে বলতো 'দুষ্টু কোথাকার',
      আবার থাকতাম কারো হৃদয়পটে!


      এখন সেসব নিখাঁদ অতীত,
      এখন আমার বর্তমান–
      সেই সুবোধ বালক বেসামাল,
      ভীষণ ব্যাথার গানে জমাট বাঁধা
                               হৃদয় তার,
      তবুও ভালো থাকার অভিনয়টা
      বেশ ভালোই করতে পারে সে....।
_____________
১১/০৪/২০২১🖋️