ভেবেছো তুমি; আমি থাকবোই পড়ে?
আমিও ভাবি নি; কেউ আসবে উড়ে;
                               ব্যথিত কণ্ঠ শুনে,
                               এই ভঙ্গুর জীবনে!
বাড়িয়ে দিবে হাত হঠাৎ আমার দিকে,
নিশি কালো রাত্রি পাড়ি দিবো সেই হাতে
                                      হাত রেখে,
                                    অবাক চোখে।।


অভাবনীয়টাই যখন এসে গেলো সামনে–
যেনো দুর্বার গতি এলো ঝিমিয়ে পড়া জীবনে,
                            বেঁচে উঠি আবার
                          ভেঙ্গে গিয়ে বারবার।
সুন্দর সোনালী ভোর থাকুক না যতই দূরে
আমি সে পথেই এগিয়ে চলেছি ধীরে ধীরে,
                               কঠিন মনোবলে,
                           ক্ষান্ত হবো না নীলে।


মনে রেখো, আপন ছায়াও যদি সঙ্গ না দেয়–
রেখে যাচ্ছি যে পদচিহ্ন; তা তো মুছবার নয়।।
_______________
০৯/০৩/২০২১🖋️