চলে গেলে! যাবেই তো, আমরাও যাবো
                        তবে এভাবে! কেন!?
বিস্ময় এবং প্রশ্ন শুধু আমার নয়,
যারা সারাক্ষণ তোমার সাথে ছিলো–
তোমার অকাল বিয়োগে ভাষাহীন, পাথর।


অনুমানে, ওপারে পাড়ি দেবার বয়সটা তো
সবার জানা (এও জানা-কে কখন হারাবে
চিরতরে! যারা রবে তারা ভাবতেও পারবে না)-
যদি জানতাম, তাও কি পারতাম
                        তোমার যাত্রাটা থামাতে?
না, কোন দিনও না; কারো পক্ষে সম্ভব নয়,
বুকে ব্যথা, কান্না চেপে, নিরবে অশ্রুতে ভিজে
পালকিটা ঘাড়ে নিয়ে আমাদেরই যেতে হয়-
যাদের তুমি রেখে যাও সব মায়াজাল ছিড়ে।


এভাবেই চলে যায় অনেকে, যারা থেকে যাই
পালকিটা আমাদেরই কাঁধে নিতে হয়–
                    আর বারবার আত্ম-চিৎকারে
হৃদয় ফাঁটাই, কেন অনিবার্য কারণে তুমি
থেকে গেলে না? কেন হঠাৎ চলে গেলে–
কিছু না বলে; শান্ত দীঘির জলে
কোন পাথর ডুবে যাবার মতো!!
------------------------------------------
৩০/১০/২০১৭🖋️    
উৎসর্গ : অকালে চলে যাওয়া স্নেহের ফুয়াদ।