মাঝে মাঝে বুকের বা' পাশে
চিনচিনে ব্যথা উঠে, চেপে ধরে থাকি বসে,
চোখের সামনে যা কিছু; হয়ে যায় ঘোলাটে
ভালো আর কিছু অবশিষ্ট নেই যেন ললাটে!
জোরে জোরে শ্বাস-প্রশ্বাস! দ্রুত উঠি হাঁপিয়ে–
মনে হয় তেত্রিশে-ই– নিরানব্বই গেছি ছাড়িয়ে।


কেউ কেউ বলে হার্টের দোষ–
দুঃশ্চিতার সাথে করতে হবে আপোষ,
কি পেলাম আর কি বা চেয়েছি জীবনভর?
কি দিতে পেরেছি; কে আপন—কে বা পর!
                   অহেতুক ভাবনা ছেড়ে দিয়ে
দুঃশ্চিন্তা যত; হেসে হেসে পদতলে মাড়িয়ে–
'ভালো আছি, ভালো আছি' অভিনয়ের সাথে
                  চলতে পারলেই দিনে রাতে;
সব কিছু না কি হয়ে যায় স্বাভাবিক....!!!
চেষ্টা করি; তবুও থাকে না ঠিক কোনো দিক।


যতই হই কঠিন বাস্তবতার মুখোমুখি;
করি নিজেকে কঠোর বানানোর দিব্যি,
মানুষেরই তো মন থাকে– মোমের মতো গলে,
চিনচিনে ব্যথা উঠে, বুক ভিজে চোখের জলে,
আবেগ' বেহায়ার মতো উদ্বেলিত হয়ে উঠে,
বোবা হৃদয়ের আঙ্গিনা চৌচির হয়ে ফাঁটে।


তবুও সব মেনে নিতে হয়—বেঁচে থাকার সময়ে;
          হৃদয় পোড়া গন্ধ আর ছাঁই হাতে নিয়ে,
ভুলে গেলে চলে? ভুলে যাওয়াও যায় না সব,
হৃদয় মন্দিরে বাজে বেলা-অবেলায়                                    
                               হাসি-কান্নার কলরব।
-----------------------------------------
০৪/১১/২০১৯🖋️