আমি আজন্ম প্রেমের কাঙ্গাল,
খুঁজতে খুঁজতে যেখানে এসেছি,
আর এক কদম সামনে ফেললেই পড়ে যাবো-
এই বিষিয়ে উঠা পৃথিবী থেকে।
শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ, পঁচা লাশে
ভরপুর স্রোতস্বিনী, পাপড়ি শূন্য পুষ্প কানন,
হা- হুতাসা, কাঁন্না আর কঠিন হৃদয়ের হৃদয়বিদারক
কর্মকান্ডে হৃদয়ে নিদারুণ ব্যথার পলি জমেছে।
একটু ভালো থাকার জন্য, একটু প্রেমের জন্য,
একটু সুস্থতার সন্ধানে জীবন থেকে
জীবন নিয়ে পালাতে পালাতে যেখানে এসেছি-
আর এক কদম সামনে ফেললেই পড়ে যাবো-
এই বিষিয়ে উঠা পৃথিবী থেকে।।


আমিও ইচ্ছুক- বিষকালো আচরণের পৃথিবী থেকে
অকালে হারিয়ে যাই চিরতরে। হটাৎ শুনি-
তোমার কণ্ঠ; পিছুডাক, 'আমিও তো আছি, এভাবেই।'
আবার পিছু ফিরে আসছি ধীরেধীরে,
তোমারই জন্য- তোমারই হয়ে ক্লান্ত পায়ে,
তৃষ্ণার্ত এক শূন্য হৃদয় নিয়ে; রাখবে তো-
প্রেমের পরশে, সোহাগ চাদরে আমাকে বেঁধে?
--------------------
২৪/১২/২০১৭🖋️