তুমি যে জ্যোৎস্নার সাথে মিশে
রোজ রাতে জানালার ফাঁক দিয়ে এসে
আজও যাও ভালোবেসে–
যেন বিছানার উপর দু'জন মুখোমুখি বসে।
হৃদয়ের ভাজে ভাজে তোমার আদর
মিশে আছে; সমুদ্রফেনার মতো একাকার।
তোমার স্মৃতি সম্ভার প্রতিটি মূহুর্ত;
ঘরে জাগিয়ে রাখে তোমার অস্তিত্ব।


তুমি ছাড়া মনের ঘরে
কেউ আসতে পারবে না উড়ে–
এ বিশ্বাস তুমি কিয়ামত দিবস পর্যন্ত
সত্য জেনে রেখো; চন্দ্র-সূর্যের মতো,
মন-প্রাণে শুধু তোমারই থাকবো–
দূর আকাশ থেকে চেয়ে চেয়ে দেখো।


পবিত্র শব্দ পাঠ করে হয়েছি তোমার
তুমি নেই; তবুও শুধু তুমিই আমার,
শেষ নিশ্বাস পর্যন্ত তোমারই নাম হৃদয়ে
থাকবে জাগ্রত; যাবে না ক্ষয়ে,
তোমারই স্মৃতি সম্ভার লালনপালন করে
                        যেতে চাই মৃত্যুর দুয়ারে।
------------------------
১৯/০৮/২০২০🖋