তোমার প্রেমে পড়বো না–
                  তা কি করে হয়!?
        তোমার প্রেমে-ই শুধু ডুবে
        অপেক্ষায় থাকবে হৃদয়।


        জীবনে তোমার প্রেম না পেলেও;
        বসে ঐ দূর পরপারে,
        বিচার শেষে যেখানেই যাবে–
        চলবো তোমার-ই হাত ধরে।


        রোজ সকালে পাখিসব করে রব
        শুধু তোমারই ঘুম–ভাঙায়,
        ফুলেরা সব তোমার জন্যেই
        সকাল বিকাল সুবাস বিলায়।


        প্রজাপতি তার রঙিন পাখনা মেলে
        ওড়ে তোমার পিছে পিছে,
        না জানি কত মায়া! কত জাদু!
        তোমার অঙ্গে মিশে আছে।


        তোমার জন্যেই চাঁদ উঠে ঐ
        রাত্রি করে ভীষণ জ্যোৎস্নাময়,
        তোমার প্রেমে পড়বো না–
                      তা কি করে হয়!?


        মানো আর না মানো–
        ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি,
        আশ্বিনের আঙিনায় বারবার
        প্রেমের টানে যেমন ফিরে আসি।।


        ষড় ঋতুর বাংলাদেশ, প্রিয় জন্মভূমি,
        সাগর-নদী, পাহাড়-ঝর্ণা কিংবা মেঠোপথ,
        ফুলের বাহার, সবুজ ঘাসে শিশির কণা
        আলোড়িত করে যেমন হৃদয়পট–
        তেমনই প্রিয়া তোমায় অনুভবের ডোরে
        আঁকি অনন্য- অদ্বিতীয়া করে মনের ঘরে।


        তুমি ছাড়া এ জীবন– শুধু শ্বাস-প্রশ্বাসে,
        সমগ্র সত্তা জুড়ে কলরব 'তুমিময়'–
        তোমার প্রেমে পড়বো না–
        তা কি করে হয়!?
--------------------------------------------
০৩/১০/২০১৯🖋️