কোথায় ছিলে? কোথায় এলে?
                  আমারো তো ছিলো না জানা-
         ঠিকানাটা মিলবে তোমারই বুকে,
                  সুখে বন্দী হবে অ-সুখের ডানা।


         আপন পরের হিসেব মিলাতে
                  কত ছুটেছি, শুন্য হৃদয় ঘর-
         দু'জনার মনের বারান্দায় আজ
                           দু'জনার আপন ঘর।


         দু হাজার নয় শত বাইশ দিন শেষে
         বলছি, যেমনি এসেছি ভালো বেসে,
                      তুমিও যেমন বেসেছো ভালো
         বাকী পথ যেনো, এভাবেই থাকি-
         মুখোমুখি, সুখ-দুঃখে, পাশাপাশি হেসে।
________________________
২৭/০১/২০১৮🖋️      
উৎসর্গঃ মোহনা 🥀