অপরিচিতি


তানভীর আহমেদ (মুসা)


এসেছো গোঁ ময়না তুমি আমার গৃগে
                      হয়ে এক অচেনা অতিথি ,
সবার সাথেই বলছো কথা হেসে
       কেবল আমিই তোমার অপরিচিতি ।


অনেক কথাই ভেবেছিলাম বলবো
                       কিছুই তোঁ হয়নি বলা  ,
আমায় দেখে কেন তোমার
                   এমন লুকোচুরি খেলা ?


অবাধ্য এ মন মানেনি কোন বাধ
    এসেছিলাম দেখতে তোমায় নিয়ে অজুহাত ,
আড়াঁলে বসে রয়েছো গোঁ  তুমি
                বাড়িল এ মনে আরো প্রচন্ড বিষাদ ।


কি জানি কি করছো তুমি আড়াঁলে
                আমার এ মনে দিয়ে অশান্ত আগুন ,
শুনেছি তোমার মনোহর হাসির শব্দ
                      হৃদয়ে এসেছে জেগেছে ফাগুন ।


তুমি বিশ্বাস করো ময়না
               তুমি'ই আমার কবিতার অন্তরা ,
তুমি আমার সমস্থ আবেগ
   তুমি আমার রাগ-অনুরাগ চিন্তা চেতনা।


তুমি আমার মান-অভিমান
                  তুমি আমার দুচোখের জল ,
তুমি আমার শ্বাস-প্রশ্বাসে মিশে
        কেমন করে তোমাকে যাই ভুলে বল ?


তুমি আমার নিশুতি রাতের একাকীত্বতা
                      তুমি আমার প্রভাতে ফুটা ফুল ,
তুমি আমার কবিতার ছন্দ
                     তুমি আমার ভালবাসার বকুল ।


ক্ষণিকের জন্য এসে কেন ময়না
                    কাঁদিয়ে গেলে আমায় ,
আবার কি আসবে কখনো  
মন যে বারবার পিছু ডাকে তোমায় ।


তাং ২৯/০৬/২০১৭ ইং