যদি কখনো বেদনার জন্য কাউকে কোন পদবি
দিতেই হয়----
তাহলে তোরা আমায় বলিস ?


বেদনার অভয়ারণ্যে প্রতপ্ত আগ্নেয়গিরিতে , বুলেটের মতো ঝাঁজরা হয়ে
কোমল'চিত্তে মোর বিষাক্ত বিষে আসক্ত হয়ে
অসহনীয় যন্ত্রণায় বিষাদের বিকট তীরে অবর্জ্য এ বেদনায় , পরিত্যক্তভাবে
              বহুকাল যাবত পরে আছি....
যদি কখনো দিতেই হয় ,
          দোহাই লাগে
তাহলে তোরা আমায় দিস , বেদনার শ্রেষ্ঠ পদবি ।


আমার অবিশ্রান্ত উন্নিদ্র দুই নয়নে ,স্বপ্ন শোকের
                   অবর্ণনীয় তীব্র ব্যথায়,
প্রত্যহ দুর্ভাবনার নিবিড় অন্তরালে একেবারে স্তম্ভিত পাথরের মতো
      অবিনাশী স্মৃতির তীক্ষ্ণ আঘাতে
প্রবল উন্মাদনায় আমি আচমকাই চমকে উঠি!
যদি কখনো দিতেই হয় ,
          দোহাই লাগে
তাহলে তোরা আমায় দিস , বেদনার শ্রেষ্ঠ পদবি।


তাং ০৯/০৯/২০১৭ ইং
লেখার স্থান  ; মায়ানগর।