বৃদ্ধাশ্রম


তানভীর আহমেদ (মুসা)


ছোট্র থেকে যাকে এতো আদর-সোহাগ দিয়ে
করেছি লালন-পালন ,
আজ আমি তার কাছে হয়েছি বিরক্তের কারণ ;


দিন-রাত মাথার ঘাম পায়ে পেলে
অক্লান্ত পরিশ্রম করে-
যার মুখে দিয়েছিলাম এনে আহার ,
আজ আমি নাকি হয়েছি অনেক বড় মাথা বোঝা তার।


আমি বাবা হতভাগা কি বলিবো আর মাথা বোঝা হয়ে থাকতে চাই না আমার খোকার ,
চলে এলাম তাই...
চিঠি লিখে নিরবে বৃদ্ধাশ্রমে  ;
দিয়ে এলাম মুক্তি চিরতরে আমার খোকাকে।


খোকা'রে  ও খোকা,
থাকিস'রে তুই সুখে-মহাসুখে ,
আমার দোয়া রহিল খোকা অহর্নিশি তোর সাথে ;
খোকা কখনো যদি আমার কথা তোর মনে পড়ে ,
তবে দেখে যাস সময় হলে একবার এই বৃদ্ধাশ্রমে।


তাং ৩০/০৩/২০১৬ ইং