এতো কেন নাড়ো ? ছাড়ো!
এবার অন্তত ছাড়ো ;
কেন নির্লজ্জের মতো বারবার -
বারণ করা সত্ত্বেও আমার এ মেঘাবৃত আকাশে ঝড় তুলো ?
ছাড়ো! এবার অন্তত ছাড়ো।


রাত হলে যার আকাশে'র তারা তুমি গুনো যার বাগিচায় ফুটাও ফুল ,
তুমি তাকেই আঁকড়ে ধরো ...
শুনো ... আমি যা কিছু পেছনে ফেলে যাই তা আর কখনো খুঁড়াই না ,
তোমার মিথ্যের মুখোশ খুলে ফেলার পরও, কি চাই আরো ?
ছিঃ ছিঃ ছিঃ তারপরও ,
ছাড়ো! এবার অন্তত ছাড়ো ।


বলো আর কতটা রক্ত ঝড়াবে ?
আর কতটা ছোট্ট এই হৃদয়টাকে জামাকাপড়ের মতো আছড়াবে-মুচড়াবে ?
এখনো কি স্বাদ মেটেনি ? এতটা করার পরও ,
পারো , তোমরা পারও ...
এতো কেন নাড়ো ?  ছাড়ো!
এবার অন্তত ছাড়ো ।


তাং ০৫/১০/২০১৮ সাল