দুঃসময়ের কারাগার


তানভীর আহমেদ (মুসা)


দুঃসময়ের কারাগারে আজন্ম বন্দির পেয়েছি
সার্টিফিকেট
ব্যর্থতা আমার চারদিকস্থ করেছে গ্রাস ,
আমি মহানন্দে থাকতে পারিনা , আমি সুখের কথা ভাবতেও পারিনা---
                আমি জীবন্ত এক সর্বনাশ।


আমি অন্ধকার রাজ্যের মহারাজা
                           আমি-আমাতেই হই বিস্ময় ,
জীবনের ছেঁড়া পাতায় মাকরসার বেড়াজালে
                           কেবল'ই বিষাদের বিনির্ণয়।


অবহেলায় অনাদরে হয়েছি জঘন্য,
ভয়ের পালকিতে করেছি সার্বক্ষণিক বিচরণ
                      এখন শুধুই নীরব অপেক্ষা ,
জমাটবদ্ধ আক্ষেপ পোষেছি এই হৃদে,
এতটাই অসহনীয় কষ্ট বিঁধেছি
        প্রলয়ও আজ আমায় করছে শুধু ঘৃণা ।


আমার ভাবনার সমুদ্রে কোন কুল নেই তবু ভেবে যাই
                       চলোর্মি মনে মিচে শান্তনায় ,
ক্লান্ত আমি ভবপুরে স্থান পাইনি কোন মানুষের মনে
        এবার সময়ও আমাকে জানিয়েছে বিদায়।


তাং ৫/৬/২০১৭ ইং