ওরে ময়না সোনা জান  
         কি রূপ দেখাইলা
তোর পিরিতে আমারে
        পাগলও বানাইলা।


দিনে-রাইতে তোরে ভাবি
            মনে শান্তি নাই
না-পাইলে তোরে আমার
           জীবনটা বৃথা'ই
মন আকাশে প্রেমের ঘুড়ি কেন উড়াইলা


কতো স্বপ্ন গাঁথা আছে
           আমার দুই নয়নে
তোরে নিয়া ঘর বান্ধি'মু
             সুখের'ই ফাগুনে
ধরতে গেলে কেন, তুই যাসরে হারাইয়া


আর কতদিন রাখবা দূরে
           পর মানুষের মতো ,
এই তানভীরের প্রাণ বাঁচেনা
                 দুঃখ অবিরত  
মনের যতো জ্বালা , তুই দে'রে মিটাইয়া