অভিমানের খেয়া'য় অপেক্ষিত থাকা এক
বেদনা বিস্তীর্ণ " সন্ধা "
-হঠাৎ আচমকা এসে বলে বসলো...
          ------ কেমন আছো  ?
সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যখনি বলতে যাবো , সময়ের কাটায় তাকিয়ে দেখি সন্ধা কেটে গহীন নিশি...


তীব্র আবেগে  ,
ভাবনার অতলে ডুবে গিয়ে যে সুর প্রতিমুহূর্ত খুঁজেফিরি ...
প্রিয়নিশি কখন যে ভোর হয়ে যায় ,
   ----------তা সত্যি বড্ড বেখায়ালি ,
এভাবেই , হ্যাঁ এভাবেই প্রত্যহ খুঁজে বেড়াচ্ছি এই আমার-আমি'কে ...


যার সাজানো স্বপ্নগুলো ধ্বঃসস্তূপে সমবেত ,
স্মৃতিরা যে বুকের পাজরে একসময়-
দিনরাত বন্দি থেকে ,
কঠোরভাবে বেদনার মন্দিরা বাজাত ,
তা আজ মহা-ব্যস্ততার বেড়াজালে আটকে সবকিছু কেমন জানি সন্ধি করে নিয়েছে ...
এখন আর , ভালো থাকাটা নিয়ে অতটা ভাবিনা বলেই হয়তো , খুব ভালো আছি  ;
সত্যি , আমি খুব ভালো আছিরে ,
যতটা ভালো থাকার কথা তারচেয়েও বেশী ।


তাং ২০/১১/২০১৮ সাল