" মাগো " রাখিয়ো চরণে


তানভীর আহমেদ (মুসা)


" মাগো " রাখিয়ো আমায় তোমার
ঐ চরণে  ;
" মা " বলে ডাকিতে যে চাই " মাগো " জনমে-জনমে।


" মাগো " তোমার মতো এমন করে কেউ'তো আমায় ভাসে না গো ভালো
                     রাখে না তোঁ কেউ খোঁজ  ,
সকালে না খেয়ে এলে " মাগো " থাকো যে অপেক্ষাতে একটু যদি হয় দেরী  ,
                      উদ্বিগ্ন হয়ে পরো রোজ।


" মাগো " ধন্য হল আমার এই জীবন  
                        জন্ম নিয়ে তোমার কুলে ,
পুনজন্ম বলে যদি থাকে কিছু বিধি
তাহলে জন্ম দিয়ো বারবার আমার মায়ের জঠরে।


১৪/৫/২০১৭ ইং