মনদোলা গ্রাম


তানভীর আহমেদ (মুসা)


বারবার এ মন আমার মাটির টানে
                    ছুটে যায় সেই মনদোলা গ্রামে ,
জানিনা আমায় কি মায়ায় বেঁধেছো গোঁ
  ভুলে যাই মনের সকল বেদন এলে এখানে।


প্রকৃতির মায়া, গাছের ছায়া, পাখির সুর, সোনালি রোদ্দুর ,
আহা কোকিলের মনোহর গান ,
                            জুড়ায় প্রাণ ,
চারদিকস্থ কেবল সবুজ আর সবুজ
বিমুগ্ধতায় ভুলেছি সব অভিমান।


আবার রাতের আকাশে দুরের চাঁদ ছড়ায় মায়াবী জ্যোৎস্না
     জোনাকি'রা চারদিকে উড়ে উড়ে বেড়ায় ,
ভোরের আলোতে স্নিগ্ধ হাওয়ায় ফুলেরা ফুটে, সুবাস বিলায়।


তাং ২৭/৫/২০১৭ ইং