মনের অভিযোগ


তানভীর আহমেদ (মুসা)


বৃষ্টি আসবে বলে আজ অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছি ,
অভিমানী এ মনের অনেক অভিযোগ  ;
কাউকে কিচ্ছুটি কমুনা ,
                       সবার সাথে আড়িঁ  ;
সত্যি বলছি...
তোরা ও চলে যা, কারো কোন প্রয়োজন নেই আমার
একাকীত্বতায় আছি বেশ আহামরি।


আকাশে আজ ঘন তারা,
তবু বিদ্যুৎ চমকাচ্ছে ক্রমে, ক্রমে ফুরিয়ে যাচ্ছে জোছনা ,
আমার এই অপেক্ষার প্রহরে,
                আজি বৃষ্টিতে করেছি বন্দনা ;
অশান্তনায় পুড়ছে বুকের গহীন,
                    এ যেন নিয়তির বিড়ম্বনা।


তবু বেহায়াপনা মন ছুটে সারাক্ষণ তব সেই সুরে আমার অনিচ্ছার বিরুদ্ধে ,
যে সুরে আমার বারংবার  মৃত্যু হয় ,
রক্ত ঝড়ায় এই অন্তরায় অহরহে।


তাং ২৯/৪/২০১৭ইং