মুখোশধারি


তানভীর আহমেদ (মুসা)


মানুষের মনে পশুত্বের বাস
              মনুষ্যত্বতার লেশমাত্র নাই  ;
ক্ষুদার রাজ্যে ওরাই একমাত্র ক্ষুধার্ত
                       করে শুধু খাই-খাই ।


এতো খেয়েও যাদের পেট ভরেনা
                          মন ভরবে তাদের কিসে  ;
সুযোগ পেলে দেশটাই গিলে খাবে
                            মারবে সত্যকে পিষে ।


নির্দ্বিধায় প্রকাশ্যে ঘোষ খেয়ে যায়
                      কেহ আবার মুখোশধারি সাজে  ;
ভালো দামি পোষাকেই ভাই যায়না চেনা মানুষ  
                            যদি বিষ মেশা রয় অন্তরে ।


তাং ১০/৬/২০১৭ ইং