আমি হোচট খেয়েছি অবাক দু'চোখে
                 হতবাক হয়ে দেখেছি
                        স্বপ্নিল পৃথিবী!
দেখেছি মিথ্যের ছায়ানটে অসত্যের নৃত্য ;
দেখেছি ভাঙ্গা খাঁচায় ছটপট করতে থাকা
                    বিশ্বাসের মৃত্যু।


বড় অসময়ে আমি বুঝেছি সময়ের দাম বুঝেছি  
               অপ্রয়োজনের মূল্যহীনতা
   আমি রাতঘুম অন্ধকারে শুনেছি বিষাদে
                        বিষণ্ণ হওয়া
              আহত হৃদয়ের নৈঃশব্দতা।


আমি বুঝেছি ... বুঝেছি আশার ভানে ভাসা সুখ  
                হারানোর শোকের শ্লোক
    পাথরের মতো নীরবে মেনেছি একাকীত্বতা ;
            আমি বুঝেছি নরম বালিশে শুয়ে
ভোরে দেখা রঙ্গিন স্বপ্ন অস্ত যাওয়া সূর্যের মতো স্বপ্ন
                           হারানোর ব্যথা।


তাং ১৪/৬/২০১৯ ইং