অবর্ণনীয় ব্যথা'য় ভেঙ্গে গেছে ধৈর্যের বাঁধ
               আলোময় পৃথিবী লাগছে'রে আঁধার ,
ফেটে যায় বুক আত্ন-চিৎকারে
             আমায় না হয় , দে'রে- মুক্তি এবার ।


বিদীর্ণ স্বপ্নগুলো পাথর ছোঁয়েছে এ মন
               " পৃথিবী যেন ,  বিষাদের কারাগার  ,
অদৃষ্টে আজ বড়'ই বিতৃষ্ণা------
         " নিরব যন্ত্রণা'য় তাই ,হয়েছি একাকার ।


আজকাল কাচ ভাঙার শব্দ পাই অতৃপ্তি'তে
               স্বাদ নেই আর বিষাদে বেঁচে থাকার ,
অদৃশ্যমান ব্যথার প্রহারে, কাঁদছে নগরী;
               ---অসময়ে আর , কি আছে ভাবার ।


একটা সময় আমিতে ঘিরে ছিলো
        -------   কতো ব্যস্ততা , কতো আহ্লাদ ;
      বর্তমান আমিতে অতিষ্ট জমেছে ঘৃণার পাহাড়;
কাঠাতারে কে বা চাইবে রক্ত ঝড়াতে ?
              চারপাশে কেউ'ই নেই আর আপনা'র ।