অমার্জিত মানব


তানভীর আহমেদ (মুসা)


সমাজে কিছু ভিন্নমুখী মানুষ আছে
                  বাহিরটা দেখে যায়না কিছুই বুঝা  ;
ভেতরে যে তার হিংস্র দানবের বাস
                 তাকে ধরা নয়তো এতটা সোজা ।


তাহার সদাচরণ দেখিলে মন হয়
                 তুলসীপাতার চেয়েও পবিত্র  ;
যখনি স্বার্থ হয়ে যায় নিষ্পত্তি
            তখনি তার আচরণও দুর্গন্ধযুক্ত  ।


পরশ্রীকাতরতা তার মন ন্যায়বিরুদ্ধে
                            আজীবন সে এক কৃতঘ্ন ;
স্বার্থান্ধে সে ভীষণতর অন্ধ
     বন্ধ তার দোর, করে সে সু-সম্পর্কও ভগ্ন ।


ওরা সমাজের এক ভিন্নতর প্রকৃতির
                        অমার্জিত মানব , ওরা নগণ্য ;
ওদের মুখের অসাদচরণে মধ্যে
                     ওরা সভ্যতাকে করেছে উলঙ্গ ।


তাং ৩০/০৮/২০১৭ ইং