জাগ্রত বিবেক বোবা


তানভীর আহমেদ (মুসা)


ন্যায়-অন্যায় দেখলো না কেউ
চোখ থাকিতে অন্ধ ,
যেখানে যাই সেখানেই পাই কালো ধোঁয়ার গন্ধ ;
দিনের পর দিন চারিদিকে বেড়েছে
খুন-রাহাজানি আর ধর্ষন,
স্বার্থের লোভে দিয়েছে কিছু মানুষ বিবেক বিসর্জন।


বেজাল মেশানো এই পৃথিবীতে আসল-নকল যায় না দেখে বুজা  ;
রঙ্গশালায় কতো রঙ্গের মানুষ তার মাঝে ক"জন আছে স্বার্থ ছাড়া?
দিন হতে দিন শুধুই কঠিন ;
স্বার্থের দুয়ারে জাগ্রত বিবেক বোবা।