প্রেম-ভিখারী
তানভীর আহমেদ (মুসা)


রাতে নিশিতে খোলা আকাশের নিচে
রাস্তার একপাশে-
পথচারিদের সাথে শুয়ে আছি ,
তখন নিজেকে মনে হয়েছিল আমিও এক পথচারি  ;
তবে আমি পথচারি
নয়----
শুয়ে আছি পথচারিদের সাথে
আমি এক প্রেম-ভিখারী।


অন্ধকার পৃথিবী নিরব হয়ে রয়েছে জোনাকিরা জ্বলছে
আর নিবছে ,
হয়তো সবাই ঘুমিয়ে আছে শুধু আসছে না ঘুম
আমার দু'চোখে  ;
কেন জানি নিজেকে ভীষন ক্লান্ত লাগছে ,
তবে, আমি আবার যতো ক্লান্ত'ই থাকি না কেন
প্রেয়সীর কথা ভাবলেই
সব ক্লান্তি ভুলে গিয়ে আমি চলে যাই এক স্বপ্নের ভুবনে।


সে ভুবনে আমি-আমার প্রেয়সীর মনের রাজা আর প্রেয়সী আমার মনের রাণী ;
কিন্তু বাস্তব এই ভুবনে---
আমি চিরকালীন শুধু প্রেয়সীর প্রেম-ভিখারী।