অন্ধ বিবেক


তানভীর আহমেদ (মুসা)


জীবন নদীর এই কুল হারা স্রুতে ভেসে যাওয়া
শেওলার মতো-
প্রতিনিয়ত ভাসতে, ভাসতে জীবন আজ থমকে  দাঁড়িয়েছে ;
নিয়েছে এমনি এক পরিস্থিতি...
যে জীবন এই সভ্য সমাজের কিছু উচু তলার শিক্ষিত মানুষের কাছে
ডাসবিনের নোংরা ময়লা,
যে জীবন জ্বলে এসেছে সর্বক্ষণ কখনো জ্বালাতে পারেনি  ;
তবু ঠিকে থাকার লড়াইয়ে বেছে নিয়েছে
ঘৃণা-অত্যাচার- আর অপমান করেছে তার পুঁজি।


একের পর এক, দিনের পর দিন অত্যাচার-অপমানে ঘৃণায়-
জীবন আজ স্বপ্ন দেখা ভুলে গিয়েছে ,
এমনকি ভুলে যাচ্ছে নিজের সাজানো সংসার ও পৃথিবী ;
অথচ বাস্তবকে মেনে নিয়ে জীবন ছুটতেই আছে
সেথা নেই কোন আশা নেই কোন প্রতিস্রুতি  ;
অন্ধ হয়ে যাওয়া এই সভ্য সমাজের বিবেক আজ-কাল টাকার কেনা গোলাম ;
বড় বেশী ঘৃণায় আজ
থু "থু ফেলতে ইচ্ছে করছে অন্ধ বিবেকের উপর...
ইচ্ছ করছে মৃত্যুকে আপন করে নিতে।


তাং ০৩/০৬/২০১৬ইং