বিবেক জাগ্রত


তানভীর আহমেদ (মুসা)


এই কঠিন পৃথিবীর কিছু উচু তলার শিক্ষিত
মানুষ আছে ,
যাদের ব্যবহারে---
আমাদের মতো অনেক গরীব মেহনতি খেটে খাওয়া অসহায় মানুষগুলো খুব কষ্ট পায় মনে ;
হতে পারি আমরা অসহায়
হতে পারি মুর্খ ;
তাই বলে ওদের মতো নয় বিবেকহীন শিক্ষিত।


আমরা খেটে খাওয়া গরীব মানুষ
অসহায়-মুর্খ
তাই বলে তোমাদের যা ইচ্চে তাই করবে না-কি ?
আমি জানতে চাই ?
আমরা কি এই সমাজের মানুষ নয় ?
তোমরা তোঁ এই সভ্য সমাজের শিক্ষিত তবে ভুলে যাও কেন  ;
ব্যবহারে পাওয়া যায় মানুষ এর বংশের পরিচয়।


আমরা অসহায় কর্ম করি পেটের দায় দু"চোখে আমাদেরও আছে অনেক স্বপ্ন,
আছে অধিকার আছে অনেক আশা বেচে থাকার জন্য ;
হতে পারি আমরা সমাজের সর্বনিম্ন মুর্খ
তবে আমাদের মাঝে বিবেক জাগ্রত।


তাং ১২/০৯/২০১৫ ইং