ঘটছে বেহালদশা


তানভীর আহমেদ (মুসা)


সমাজের চারিদিকে দিন-দিন বেড়ে চলেছে পতিতারা
লিপ্ত হচ্ছে যুব সমাজ ঘটছে বেহালদশা,
কেহ-কেহ বোরকার আড়ালে আবার কেহ প্রকাশ্য দিবালোকে !
দৃষ্টিতে লজ্জা ,
তবে এ লজ্জা শুধু আমার একার নয়, আমাদের সবার
যুব সমাজ ধঃসের মুখে।


এই সমাজে চারিদিকে থাকা
কিছু স্বার্থেন্বেষীরা,
পতিতাদেরকে নিয়ে শুরু করেছে রমরমা ব্যবসা,
যার কারনে যেখানে সেখানে গড়ে উঠেছে মিনি পতিতামহল ,
ঘটছে বেহালদশা সমাজের হচ্ছে ক্ষয়,
দেখার কেউ নেই,
যদি বলি দেখার কেউ নেই তবে সেটাও বড় ভুল হবে,
কেউ প্রতিবাদ করে না শুধু মানহানীর ভয়ে ;
সু"দৃষ্টিতে সমাজের অঙ্গে কলঙ্ক প্রলেপ দৃষ্টিতে লজ্জা
যুব সমাজ ধঃসের মুখে।


তাং ১৬/০২/২০১৬ইং