প্রিয় বসুন্ধরা
এই পোড়া দু'চোখে সেদিন যা দেখেছি
           তারপর আর , কিছুই বুঝার বাকী থাকেনা
                                 এমন দৃশ্য তোঁ ...
                          যেকোনো অবুঝেই বুঝে ,
                                       বুঝেনা!
                            তবু শুধু এটুকু বলবে
                           কেন বলো এমনটা করে
                                  আমায় ঠকালে
                                     কি পেয়েছ ?
                                        জানি
               জানি আজ আর সহজেই কোন প্রশ্নের
                                 উত্তর পাবো না
                                      কেননা
                           তোমার সবটাই ছিলো
                              অভিনয়., অভিনয়!
          হ্যাঁ তবু , তবুও আজ আমার এই অবুঝ মনে
                           অবাধে বয়ে বেড়াচ্ছে
                         হাজারো প্রশ্নবোধক চিহ্ন ?
                      যে প্রশ্নগুলো আমায় ,
        প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে ....
       ধুকে ধুকে নিয়ে যাচ্ছে গভীর বেদনার বালুচরে
     যেখানে তোমার স্মৃতিগুলো আমায় করেছে স্তম্ভিত পাথর
                      
                                   জানো
           আজকাল আমার আর কোন কিছুতেই মন
            ঠিকেনা ,
            যতবার ভেবেছি ভুলে যাবো , ভুলে যাবো ,
              ঠিক তখনি ,
হ্যাঁ ঠিক তখনি বুকের ভিতর চিতার আগুন দাউ
               দাউ করে জ্বলতে শুরু করে  ,
             হতাশা ভরা এই ভারাকান্ত জীবনের ,
    শেষ আশাটুকুর ও অবশেষে অবসান হলো...


                         কি ক্ষতি ,
কি ক্ষতি করেছিলাম তোমার ,
যে আমায় এতো বড় শাস্তি দিয়ে
            আমার সর্বস্ব কেড়ে নিলে ,
ঘুমোতে গেলে এখন আর সহজে ঘুম হয়না ,
আগে ঘুমের ঔষুধ খেতে হয় ,
কোনকিছু করার হলে ,
এখন আর মনে থাকেনা ,
আগেথেকে লিখে রাখতে হয়!
               বলতে পারবে                      
                আমি কি ছিলাম এমনটা কখনো ?
  এ কেমন তপ্ত বেদনার মহাসাগর !
          
               প্রিয় বসুন্ধরা
     আজ আমি বুঝতে পেরেছি
            তুমি সত্যিই একটা স্বার্থপর ,
                কতটা স্বার্থপর হলে
মানুষ মানুষকে জ্যান্ত ধ্বংস করতে পারে!
               কতটা স্বার্থপর হলে
         মানুষ- মানুষের স্বপ্নকে
নৃশংসভাবে গলা টিপে হত্যা করতে পারে ;
           কতটা বিবেকহীন হলে  
মানুষ -মানুষের সাথে এভাবে প্রতারণা করতে পারে!
                       সম্ভব ....
এগুলো একমাত্র তোমার দ্বারাই সম্ভব  ;
তবে হ্যাঁ ...
একদিন তুমি খুব পস্তাবে ...
পস্তাতে তোমাকে হবেই।