আল্লাহ্‌ আমার মনের সাহস বাড়িয়ে দাও,
মনের সকল কৃচ্ছতা আজ তাড়িয়ে দাও।
পথ যে দেখাও, আঁধার রাতের পথিক আমি
অন্তরে মোর আলোর দীপ্তি দাও গো স্বামী।


পথের মাঝে হোঁচট খেয়ে যাই গো পড়ে
উঠবো আবার তোমার কথা স্মরণ করে।
থামবো না'ক কাঁটার ঘায়ে বিদ্ধ হয়ে
তোমায় ভালোবেসে সবই যাব সয়ে।


জালিম রাতের জুলুমে আজ শক্তি যোগাও
পথের নিশান দেখতে চোখে নূর ঢেলে দাও।
ভুল ভেঙে দাও আঁধার রাতের পথিক মাঝে
চোখ খুলে দাও যন্ত্রণাকর অকাল সাঁঝে।


তোমার রাহে করতে সফর ঘর ছেড়েছি,
অশান্ত এই ঝড়ো হাওয়ায় পাল তুলেছি।
পার করে দাও ছোট্ট তরী, মাতাল সায়র;
তোমার ক্ষমার উজান চরে করবো নোঙর।