নাবিক তোমার মনযিল রাখো ঠিক,
অকূল পাথার কর পার, জেনে দিক।
চালাও এ তরী দরিয়ায় দাঁড় হেনে,
নিয়তি আমার বেঁধেছি তোমার সনে।


অকূল দরিয়া দিশা তার নাহি পাই,
চরম ত্রাসেতে বারে বারে ফিরে চাই।
আশা নিরাশার এ তরী উঠছে দুলে,
তোমাকেই আজ নিতে হবে তারে কূলে।


না জানি সাঁতার, অথই পাথার মাঝে-
ডুবে গেছে রবি বহু আগে, শেষ সাঁঝে।
নেই চাঁদ, তারা; আকাশ ঢেকেছে মেঘে,
পিছু না তাকাও, বেয়ে চলো দাঁড় বেগে।


যারা ছিল পাড়ে, আশা দিয়েছিলো আগে,
আঁধারে হারালো, মনে সদা ত্রাস জাগে।
তোমারি পানেতে চেয়ে তাই রাত জাগি,
তিমির নিশিথে রঙিন প্রভাত মাগি।