এ পৃথিবীর আঁকা বাঁকা পথে চলা
সুবর্ণ আকাশ দেখে মেঘের মাঝে
সাঁতারের কল্পনা।
নিছক বাস্তব নয় এ কথা।
নিছক বাস্তব নয় সে কল্পনা।
এ শুধু স্বপ্নের আঙ্গিনা।
স্বপ্নে মেঘের বাস্তবতা।


এ শুধু ও অসাধ্য সাধনে র কথা।
এ শুধু নীরবতা র প্রকাশিত ইচ্ছাগুলোর কথা।


আবারও!
যে জগতের সৃষ্টিকর্তার মায়া বোঝে না
সে অন্ধ কালো মানুষ।
মানুষ হবে যখন,
যখন সৃষ্টি বিনাশী মনোভাব হবে
বিবর্জিত।
মানুষ হবে যখন,
যখন দয়া মায়ার গুণ হবে
অর্জিত।
যে মানুষ নিজের মন বোঝে না
তার প্রাণে,
সাদা মেঘের মাঝে কালো ছোপ
পড়ে যায়।
যে মানুষ হতে যানে না সে
মেঘের মাঝে সাঁতরাতে পারে না।
দয়া মায়া নেই যার মনে
সে কলুষিত হৃদয়ের অধিকারী।
এ পৃথিবী ছেড়ে যে সাঁতার কাটে
মেঘের মাঝে,
সে সত্যে বিশ্বাসী।
সে সত্য পৃথিবীর অধিবাসী।