(পতিতার প্রেমপত্র...)


নরকের কীট দেখেছো কখনও?
এই আমাকে দ্যাখো____
আমার শরীরজুড়ে কিলবিল করছে অজস্র নরকের কীট !
তবুও আমায় ফুল ভেবে ভুল করলে তুমি?
আমি তো ফুল নই____
আমি বিষাক্ত কীটে ভরা ভুলের মাশুল !
আজ অন্ততঃ বিশ্বাস করো,
আমার শরীরটা নাম না জানা অনেকেই স্পর্শ করেছে........
কিন্তু আমার হৃদয়টা আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি !
কষ্টি পাথরের কষ্ট মূর্তির মতো____
আমি শুধু ঠাঁয় শুয়ে থেকেছি তোমার প্রতীক্ষায়....
অগণন পুরুষের নিচে !
তুমি আসবে বলে-
অহর্নিশি জ্বালিয়ে রেখেছি মোমের প্রদীপটুকু.......
মদের পেয়ালাতে ভরে রেখেছি গঙ্গার পবিত্র জল !
অগণন প্রতীক্ষার পর-
অবশেষে তুমি এলে______
যখন বসন্তের উচ্ছ্বাস আর ফুলের সৌরভ
সবটুকু কেড়ে নিয়ে গেছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ !
শুকিয়ে গেছে ঝরা বকুলের কুঁড়িগুলো...
আরেকটি ঊষার অপেক্ষায় !
তোমায় আজ কী এমন দিতে পারি বলো?
কামনার আগুনে ঝলসানো মোমের মতো-
আমায় তুমি কখনও গলতে দেবেনা জানি...
তাইতো, শুধু হৃদয়টুকু সঁপে দিলাম তোমার কাছে_____
কয়লার খনিতে যদি হীরক টুকরো থেকে থাকে.....
তবে আমার মতো পাপিষ্ঠার দেহ কয়লার মাঝে...
একটি মাত্র হীরা সঞ্চিত ছিল সন্তর্পণে_____
তাই আজ তোমাকে দিলাম !
সময়ের স্রোতে যদি কোনদিন সেটিও কয়লা হয়ে যায়.......
তবে নির্বিঘ্নে ছুঁড়ে ফেলে দিও বিস্মৃতির অন্তরালে !
সত্যি বলছি, কোন আক্ষেপ রইবেনা আমার_____
সেদিন থেকে না-হয় চিরতরে হারিয়ে যাবো আমি !
কারন, ভালোবাসাহীন জীবনের চাইতে-
মরে যাওয়া ঢের ভালো !
তুমিও ভালো থেকো প্রিয়_______


(আমার প্রত্যুত্তর...)


সিগারেটের প্যাকেটের মতোন তোমার শরীরেও যদি লেখা থাকতো_______
'তোমাকে ভালোবাসলে হৃদয়ে রক্ত ক্ষরণ ঘটে,
তোমাকে স্পর্শ করলে বারবার মরে যেতে ইচ্ছে হয়....
নগ্নতার উন্মত্ত কামনার জালে!'
তবে বিশ্বাস করো______
তোমাকে ছোঁবার আগে শুধু একবার আমি আগুনকে ছুঁয়ে দেখতাম.....
তোমাকে ভালোবাসবার আগে শুধু একবার আপন করে নিতাম পৃথিবীর সব থেকে নন্দিত মৃত্যুর স্বাদ___!
তারপর হয়তোবা, লিওনার্দো দ্য ভিঞ্চির মতো...
বারবার নূতন রূপে আঁকতাম মোনালিসার মুখচ্ছবি!
আর ক্ষেপাটে পাগলের মতো চিৎকার করে করে
পুরো বিশ্বকে জানিয়ে দিতাম,
তোমার ওই ভূবন ভোলানো মৃত্যুঞ্জয়ী হাসির
নির্মম রহস্যটুকু___
কে জানে...
হয়তো নি:শেষ হতে হতে একদম শেষ মুহূর্তে বেঁচে যেতো-
পৃথিবীর অগণিত প্রেমিকের প্রাণ!
হায়রে ভুল টবে বেড়ে ওঠা ফুল,
এ কেমন অবাক মায়ার টানে বেঁধেছো আমায়,বলো?
না পেলাম তোমার একান্ত কাছে আসার অধিকার___
না দিলে চিরতরে দূরে যাবার অনুমতি!
তোমার উন্মত্ত ভালোবাসার বলয় ঘিরে,
অনন্তকাল ধরে ছুটে চলা আমি এক ক্লান্ত গ্রহাণু যেন!
তোমাকে গ্রহণ করার ক্ষমতা আমার নেই___
তাইতো, আমার অন্তরের অন্তরীক্ষ জুড়ে ঘুমন্ত মরূভূমির বুকে-
তুমি কেবল কল্পনার অশ্রূবিন্দু হয়েই বাঁধা র'বে আজীবন!
যেখানেই থাকো, ভালো থেকো প্রিয়___