তামাক পুড়ে বিশ্ব জুড়ে, মাতাল নেশার ধোঁয়া উড়ে...
পিনিক-দ্রব্য ঠোঁটের থেকে বত্রিশ পাটি দন্ত জুড়ে!
চুরুট-বিড়ি-সিগারেটে টান দিলে কী মানুষ মরে?
একটু খানি গাঁজা পেলেই মাল কামাতে পুলিশ ধরে!
বাসি টানলে কাশি বাড়ে, কলকি খেলে মাথা ঘোরে
গুটি খেলে ঘুম আসেনা, চোখের নিচে কালি পড়ে!
হেরোইনে মন ভরেনা, ফেন্সি খেয়ে ঝিমাই ঘরে
পিওর কোকেন কোথায় পাবো, কোকেন নাকি গাছেই ধরে !
আমার চাইতে টোকাই ভালো, টিটি মারার ধার কী ধারে?
সস্তা পঁচা পলিথিনে গাম টানলেই পগার পারে !
মদের প্যাকে পাইনা পিনিক, রক্ত চোখে পাপড়ি নড়ে
নারীতে নেই আগের ফ্লেভার, সীসার ধোঁয়া বৃথাই ওড়ে!
ক্ষমতা আর টাকার নেশা এখন স্মৃতির আস্তাকুড়ে
এলএসডি'ও নেইতো বাকি, মাইন্ড ট্রিপেও এলাম ঘুরে...!
কোন্ নেশাতে ধরবে বলো, পিনিক প্রেমেই গেলাম ঝরে
এখন বাকি মরণ নেশা, জীবন নামের এই কবরে!