এবার না হয় ভেবে দ্যাখো, কে যাবে আর তোমার সাথে?
নারীর লোভে মত্ত হয়ে সুখ লুটেছো গভীর রাতে!
নেশায় তুমি বুঁদ হয়েছো, জুয়ার দানে উড়িয়ে টাকা...
হয়তো তোমার পকেট ভরা, হৃদয় দ্যাখো, মস্ত ফাঁকা!
শুনেও তুমি আযান ধ্বণি, ঘুমিয়ে গেছো আলসেমিতে...
ক'দিন বাদে দম ফুরালে, কে আর যাবে খবর নিতে?
সুদের টাকার পাহাড় গড়ে, মদ খেয়েছো মাতাল হয়ে....
এখন তুমি মস্ত বড়, সেলাম ঠুকে সবাই ভয়ে!
বিলাস বহুল অট্টালিকা, দামী গাড়ি তোমার নামে
লাভ কী বলো, লিখছে হিসাব, ওরা তোমার ডানে বামে।
এই দুনিয়ার খ্যাতির মোহে, ছুটছো তুমি পাগল পারা...
শেষ বয়সের হজ্জ্ব-নামাযে পাপ কী তোমার হবে সারা?
কবে তুমি পড়বে নামায, করবে রোযা, দিবে যাকাত?
কবে তোমার প্রভুর কাছে রিক্ত হয়ে তুলবে দু'হাত?
যদি ভাবো, 'সময় আছে!' মুহূর্তেরও নেই ভরসা...
দম ফুরালেই সাঙ্গ হবে দিন দুনিয়ার সব তামাশা!
রোজ হাশরে সূর্য যখন থাকবে তোমার মাথার উপর...
একটি নেকী কেউ দেবেনা, যে আজ আপন... সে হবে পর।
হাতে পেয়ে আমলনামা দেখবে যখন যাররা বাকী...
হন্যে হয়ে ছুটবে তুমি, বুঝবে কী দাম একটু নেকী!
তাইতো বলি আমল করো, যিকির করো খোদার নামে...
সময় থাকতে নামায পড়ো, ভিজাও দেহ নেকীর ঘামে।
গোরের আজাব সওয়াল জওয়াব সহজ হবে আনলে ঈমান...
পুল সিরাতের ওপার যেতে দ্বীনের পথে বাঁধো সামান!
খোদার প্রেমে পাগল যারা তাদের বলো কী আছে ভয়?
বান্দা তুমি নাযাত পেতে তওবা পড়ো, নেইতো সময়...