পৃথিবীটা মেঘে ঢেকে যায় যেন
তোর রোদচশমার ছায়ায় পরে,
আগন্তুকের মতো-
বাতাসে চুলের সুবাস ছরাস
একাকী পাহাড়ে।
আহারে.... কি সব জল্পনায় কাটে রোদ,
রক্ত লাল ঠোঁট, কোন সে আগন্তুক-
হ্যামিলনের সুবাস ছড়াস,
নীলাবেগী দুর্ভিক্ষের বাজারে।
ছুটে যাক সব মেঘ, বৃক্ষ,
না বলতে পারা কথা-
তোর পিছু পিছু, জানিস না কিছু তুই
আগন্তুক হানা দিয়েছিস আহারে...