যে ভেসে থাকে, সে কি করে গভীরতা টের পাবে?
কথায় ভাসা মানুষ গুলো আবার-
কান্নিকাটা ঘুড়ির মতো,
উড়ে ঠিকই আকাশে- খালি একই জায়গায়
গোল করে চক্কর খায়।
সে আবার আকাশের বিশালতা বুঝবে কি করে?
আকাশ না হয় বিশাল, বুঝতে তোমার কষ্ট লাগে
কিন্তু কেন যে বুঝলে না আমাকে?
আকাশের বিশালতার মতই অবাক লাগে।
আমি তো নিতান্তই ক্ষুদ্র মানুষ-
ভালোবেসেছিলাম তোমাকে অনেক গভীর থেকে।