কিছু কথায় শব্দ থাকে না
কিছু শব্দে কথা-ও হয় না
গহীনে গভীরে যে শব্দ উচ্চারিত হয়
সে শব্দের ধ্বণি থাকে না
আমি নিঃশব্দেই অপেক্ষা করে থাকি
নিরবতার পালে হাওয়া দেই
আমি একা শব্দ বুনি
আমার শব্দের অর্থ নেই
কথাগুলো পৌছায় না কারো কানে
ভেসে যায় অলিক রসায়নে
আমার কথার শব্দ বাঁচে
কারো দুর্ভিক্ষ ভরা মনে