আকাশে আগুন ধরে গেছে
পাহাড়টা উড়ছে বাতাসে
নদীতে পাথরের স্রোত
আর আমার চাঁদটার রং সবুজ, ফ্যাকাশে।
বনে বনে মানুষের বসবাস
সাগরে চলে ধানের ক্ষেত
ফ্ল্যাটগুলোতো পোকামাকড়ের ঘরবসতি
মরুভূমি স্যাঁতস্যাঁত।
মনের খুশিতে আত্নার ভেতর
বিষবৃক্ষের বীজ বোনা
আপাতত আমার কাছে এই পৃথিবী
নির্ঘাত চারকোনা।