স্বপ্ন নিয়ে দু-চোখেতে
আমি হলাম ছাত্র,
অধ্যানেয় ব্যাস্ত থাকি
ভোর হতে মাঝ রাত্র।


বাবা বলে মা বলে
পড়তে থাকো প্রান খুলে,
বেশি বেশি পড়লে পরে
সুনাম হবে বিশ্ব জুড়ে।


তাইতো আমি তাদের কথায়
পড়তে থাকি প্রান খুলে,
পড়তে পড়তে অতি মাত্রায়
মনুষ্যত্ব যাচ্ছি ভুলে।


শিক্ষাগুরু বিদ্যাপীঠে
শেখায় আমায় গদ্য ছড়া,
জীর্ণ করতে না পেরে তা
পরীক্ষাতে খাচ্ছি ধরা।


তবু ওরা আমায় বলে
আনতে মোটা মান পত্র,
এটায় হলো আমার জীবন
আমি হলাম মহা ছাত্র।