দূলোকে ভূলোকে শিহরণ তুলিয়া
আসিলেন মুহাম্মদ,  (সাঃ)
সাথে নিয়ে এলো কল্যান আর
খোদার আশির্বাদ ।


তাঁহার আগমনে পাতালে ফুটিল ফুল
গগণে উঠিল তারা,
তাঁহার পরশ পেয়ে মরু উদ্দানে
বহিলো পানির ধারা ।


মুহাম্মদ (সাঃ) আপনি ছিলেন
সত্যবাদি আর ন্যায়-পরায়ন,
যদি এক বার করিতে পারতাম
আপনার মুখো দর্শন ।


তবে আমি আর চাইতাম না কিছু
খোদার দোয়ারে,
বলিতাম খোদা তুমি মোরে
দিয়েছ দু-হাত ভরে ।