চাপ দেয় মহাজনে, চাপে পড়ে কর্তা,
চাপে পড়ে সাংবাদিক, সংবাদ আলুভর্তা!
চাপ দেয় জনগণে, চাপ দেয় পিআর-ও,
চাপ দেয় সরকারে, তাদের হাতে গিয়ারও!


সাংবাদিক ধুঁকে মরে 'নৈতিকতা' জ্বরে
না করে লড়াই, না পথ থেকে সরে।
কেউ আবার ভিউ মাপে 'নিজ নিজ' চাপে
লোভে পড়ে কাটতির, রঙ ছড়ায় উত্তাপে।


বসের কথা শুনতে হবে, পাছে চলে যায় চাকরি,
যতই বলি জাতির বিবেক, সাংবাদিক সেই চাকর-ই!