একটা কথা ছিল, শোনার সময় হবে?
কি জানি, আবার দেখা হবে কবে।
যা বলবে, সংক্ষেপে, তাড়াতাড়ি,
সময় নেই, ফিরতে হবে বাড়ি।
কতটা সংক্ষিপ্ত? সময় কত?
বদলে গেছো অনেক, নেই আগের মতো।
পরিবর্তন সময়ের চাহিদা, যা আছি বেশ
তোমার কথা আর কতদূর, শেষ?
কিছু কথা শুরু হয়, শেষ হবার নয়
কতদিন পর দেখা হলো? বছর বারো, মাস ছয়।
তা হবে, কী লাভ এসব ভেবে?
যা চলে গেছে, তা কেউ ফিরিয়ে দেবে?
দিলে কি কেউ ফেরত নেবে?
থাক সেসব, ছোট্ট একটা প্রশ্ন আছে, উত্তর দেবে?
কী? তোমার কথা ভাবি কিনা, তাই?
সকাল-সন্ধ্যে ছুটে চলি, ভাববো কখন? সময় হাতে নাই!
আমিও না! তবে কি জানি কী হয়,
হঠাৎ পড়ে যায় মনে।
আগের মতোই আছো দেখছি!
কিন্তু বলো, কে কার কথা শোনে?