আমি আছি অচিন দেশে, অজানা এক গাঁয়ে।
যেথায় সোজা পথ কেউ খোঁজে না,
বুঝেও কেউ বোঝে না, চলে ডানে-বাঁয়ে।


এখানে মানুষগুলো কেমন কাঁদে, কেমন করে হাসে!
প্রতিদিন লড়াই করে, প্রতিদিন হেরে,
সেই মানুষই কাঁদতে কাঁদতে আবার ভালবাসে।


সবাই কাঁদে, সবার চোখে একই জলের বান।
কেউ কথা কয়, কেউ কয় না,
তবুও কেউ ধরে না শিকল ভাঙার গান।


০৮.০৩.২০২২
ঢাকা